Tuesday, December 29, 2015

কাল যমুনা

সখি যমুনায় জল আনতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
ফাক পেলে সে ছাড়বেনা
যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।
কালার হাতে মোহন বাশি
কানে গোজা জবার ফুল
তাহার বাশির সুরে হায়রে
পাগল যত নারী কূল
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।
সখির আশায় বিভোর কালা
ছেড়ে এসে বিন্দাবন
বসে আছে প্রেম যমুনায়
কখন সখি করবে ভুল
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।

No comments:

Post a Comment