Saturday, December 26, 2015

লাগ ভেলকি লাগ

দেখে যাও যাদু
দেখ দেখ জীবনের কত রঙ
দেখে যাও খুইলা যা
খুইলা যা উড়াল দিয়া যা
খুইলা যা খুইলা যা যা যা
মনটা ছুটে যা ছুটে যা যা
মনটা যা…।
পোড় খাওয়া এই মনে
মেতেছি কত ঢঙে
শান্তির মাঝে তবু
আমি জ্বলন্ত নটরাজ
যৌবন জ্বলে যায় যাক
উড়ে যাক যাক চলে যাক
যাক উড়ে যাক যা যা…।
লাগ ভেলকি লাগ
অন্তর খুইলা পাপ যত আছে
সব দূর হইয়া যাক
পথে আয় পথে আয়
নেক দিলে চলে আয়
ভাইস্যা ভাইস্যা নাইচ্যা নাইচ্যা
উড়াল দিয়া আয়…।

কথাঃ সুমন। ব্যান্ডঃ ফিলিংস। এলবামঃ লেইস ফিতা লেইস

No comments:

Post a Comment