Ebar boishakhi JhoRe By James
এবার বৈশাখী ঝড়েজেমস
টিফিনের
পয়সা বাচিয়ে তোমায় কিনে দেওয়া
সে
রুমাল চেপে এখনও কেন কাঁদ
কি
হবে প্রদীপ জ্বেলে স্মৃতির সাথে সাপলুডু খেলে
এবার
বৈশাখী ঝড়ে সে রুমাল ঊড়িয়ে দিও
বৈশাখী
শুভেচ্ছা নিও
সকালের
শুরু থেকে গোধূলির রঙ
হয়ত
তোমার কাছে অন্য লাগে
জোছনাও
সে তো আজ হয়ে গেছে ফিকে
তোমার
একরাশ রাগ- অনুরাগে
কি
হবে প্রদীপ জ্বেলে স্মৃতির সাথে সাপলুডু খেলে
এবার
বৈশাখী ঝড়ে সে রুমাল ঊড়িয়ে দিও
বৈশাখী
শুভেচ্ছা নিও
আরে
তুমি তেমন নেই আমিও যেমন
যান্ত্রিক
জীবনের নাটকীয়তায়
রঙ
তুলি সাজিয়ে ডেকনা তাকে
ডেকনা
সে পুরানো সেই অধ্যায়
কি
হবে প্রদীপ জ্বেলে স্মৃতির সাথে সাপলুডু খেলে
এবার
বৈশাখী ঝড়ে সে রুমাল ঊড়িয়ে দিও
বৈশাখী
শুভেচ্ছা নিও
No comments:
Post a Comment