নির্ঘুম - চাদেঁর আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে বাংলা গানের লিরিক্স Lyrics
Behoosh somoy er gaan:Nirghum
নির্ঘুম - চাদেঁর আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে বাংলা গানের লিরিক্স
চাদেঁর আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
একটার পর একটা তামাক পাতা পোড়ে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
তুমি যখন বেসে ছিলে , বন্ধু আমায় ভালো-
বিচার কর নাই , আমি শ্যামলা নাকি কালো (২)
এখন বিচার-আচার ভুইলা গিয়া, ও পরানের পাখি-
আমায় অন্ধকার দিয়া কোথায় জ্বালো আলো ???
তোমার কথা ভেবে ভেবে অন্তরখানা পোড়ে,
এখন তোমার কথা ভেবে ভেবে অন্তরখানা পোড়ে
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
দিন কাটে -তোমার ছবি মনে মনে দেখিয়া ,
রাত কাটে -দেবি তোমারে নিয়া গল্প লেখিয়া (২)
সন্ধ্যা কাটে তোমার বিছানো নীল বেদনার ঘোরে,
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
চাদেঁর আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
একটার পর একটা তামাক পাতা পোড়ে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
লা লা লা লারা লা লা লা..…..…...................
লা লা লা লারা লা লা
Lyrics, tune & voice: Adnan Asif
According to Stanford Medical, It is indeed the ONLY reason women in this country live 10 years more and weigh on average 42 lbs lighter than we do.
ReplyDelete(And by the way, it has totally NOTHING to do with genetics or some hard exercise and absolutely EVERYTHING to do with "HOW" they eat.)
BTW, I said "HOW", and not "what"...
TAP this link to uncover if this quick quiz can help you release your real weight loss potential
অসাধারণ লেখা ❤️
ReplyDeleteBangla Songs Lyrics