Jao Pakhi Bolo Lyrics is written and composed by Aninda Chatterjee & Chandril Bhattacharya. This song is from bengali film Antaheen which stars Radhika Apte & Rahul Bose. Jao Pakhi Bolo Song is sung by Shreya Ghoshal.
Song: Jao Pakhi Bolo
Lyrics: Aninda Chatterjee & Chandril Bhattacharya
Music Director: Shantanu Moitra
Singer: Shreya Ghoshal
Movie: Antaheen
Jao Pakhi Bolo Lyrics in Bengali:-
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।
…
ও.. যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে.. হুঁ হুঁ হুঁ..
…
যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।
No comments:
Post a Comment