Saturday, May 11, 2024

Jao Pakhi Bolo Lyrics (যাও পাখি বলো) | Antaheen | Shreya Ghoshal

Jao Pakhi Bolo Lyrics From Antaheen:
Jao Pakhi Bolo Lyrics is written and composed by Aninda Chatterjee & Chandril Bhattacharya. This song is from bengali film Antaheen which stars Radhika Apte & Rahul Bose. Jao Pakhi Bolo Song is sung by Shreya Ghoshal.


Song: Jao Pakhi Bolo
Lyrics: Aninda Chatterjee & Chandril Bhattacharya
Music Director: Shantanu Moitra
Singer: Shreya Ghoshal
Movie: Antaheen

Jao Pakhi Bolo Lyrics in Bengali:-
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।

আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।

যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।



ও.. যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে.. হুঁ হুঁ হুঁ..


যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।


আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।

No comments:

Post a Comment