Saturday, September 13, 2025

কবিতা তুমি স্বপ্নচারিনী | Kobita Tumi Shopnocharini by জেমস | James

কবিতা তুমি স্বপ্নচারিনী | Kobita Tumi Shopnocharini by জেমস | James

 

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

কবিতা…

তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা…

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনাসিক্ত অশান্ত এই মন

খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন। (২)
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। (২)
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

 

 


No comments:

Post a Comment