Sunday, November 17, 2019

Amar Har Kala Korlam Re By Alamgir | আমার হার কালা করলাম রে,

Amar Har Kala Korlam Re 
By
Alamgir
আমার হার কালা করলাম রে, ,,,
আমার দেহ কালার লাইগা রে,
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে...
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
জনম বাকাঁ চাদঁ
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
জনম বাকাঁ চাদঁ
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
তার চাইতে অধিক বাকা
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে
মনো রে...
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
বাকাঁ গাঙের পানি
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
বাকাঁ গাঙের পানি
সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়
সকল বাকাঁয় বায়লাম নৌকা
তবু বাকাঁ রে না জানি
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে
হাড় হইলো

Saturday, November 16, 2019

Hashte dekho By Ayub Bachchu

Hashte dekho
Ayub Bachchu
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
আমার সুরের বুকে, কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে, নোনা ছবি আকে
আমার গল্প শুনে, হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি, আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি, কত সুখ দিলাম
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
আমার গানে আঁকা, নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি, চেনে নিরব শহর
ডাকার কথা যাদের, ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি, পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি-ই, যেন শুধু লুকাই
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত

Saturday, November 9, 2019

Aguner Din Shesh hobe Ekdin from movie Ami Sei Meye



Aguner Din Shesh hobe Ekdin from movie Ami Sei Meye

আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোছনায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেন হায় ভয় হয় নিশিদিন
জোনাকির গান বুঝি থামল
চাঁদনী যে লুকাল আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন যে নুতন এই স্বপন চিরদিন