Tuesday, December 29, 2015

বায়োস্কোপ | Bappa mojumdar


তোমার বাড়ির রঙের মেলায় ( Bioscope)


তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।


ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারে না।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।



কথাঃ কামরুজ্জামান কামু। ব্যান্ডঃ দলছুট। এলবামঃ আকাশ চুরি।

গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকল গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।


কথাঃ আব্দুল করিম

যদি কোনদিন

যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছ বসে আমার কথা প্রতিটি মুহূর্তে।
আকাশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।
আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছ বসে আমার কথা প্রতিটি মুহূর্তে।
আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।
আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।
——————————————–—–
কথাঃ সুমন। ব্যান্ডঃ অর্থহীন। এলবামঃ অসমাপ্ত ১

কাল যমুনা

সখি যমুনায় জল আনতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
ফাক পেলে সে ছাড়বেনা
যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।
কালার হাতে মোহন বাশি
কানে গোজা জবার ফুল
তাহার বাশির সুরে হায়রে
পাগল যত নারী কূল
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।
সখির আশায় বিভোর কালা
ছেড়ে এসে বিন্দাবন
বসে আছে প্রেম যমুনায়
কখন সখি করবে ভুল
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।

Sunday, December 27, 2015

চাইতে পারো ২

চাইতেই পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধ্যা তারাটা
চাইতেই পারো সারা রাত আর সারা দিন
হবেনা যে কখনও আর লোডশেডিং
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবোনা যেখানে তোমায় আর অপমান!
এক মুঠো গোলাপ, আর ঐ নীল আকাশ,
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত!
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি!
তোমার জন্য নয়, আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই
ভুলে গেছ কি!
চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং এ্যালবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে
চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে
এফএম চ্যানেলের হিট কোন আরজে
চাইতেই পারো নতুন এক ডিউ স্প্রে দিয়ে
মনের দুর্গন্ধটা দূর করতে!
এক মুঠো গোলাপ, আর ঐ নীল আকাশ,
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত!
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি!
তোমার জন্য নয়, আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই
ভুলে গেছ কি!
——————————————–—–
কথাঃ সুমন, তপু। ব্যান্ডঃ অর্থহীন। এলবামঃ অসমাপ্ত ১

Saturday, December 26, 2015

লেইস ফিতা লেইস

লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
চুড়ি ফিতা রঙিন সুতা রঙিন করিবে মন
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
সাজিয়ে দেবো গুছিয়ে দেবো ছোট্ট সুখের ঘর
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।
এই ফিতা যার মাথায় রবে
আদর সোহাগ যতন পাবে
এই ফিতা তাই
জনম জনম বাইন্ধা রাখে
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।
রেশমি চুড়ি কাঁকন বালা
ছোট্ট নোলক ঝিনুক মালা
কোমর বিছা নূপুর বাজা
তাঁতের শাড়ি অঙ্গে প্যাঁচা
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।

কথাঃ জেমস, আনন্দ। শিল্পীঃ জেমস। এলবামঃ লেইস ফিতা লেইস।

লাগ ভেলকি লাগ

দেখে যাও যাদু
দেখ দেখ জীবনের কত রঙ
দেখে যাও খুইলা যা
খুইলা যা উড়াল দিয়া যা
খুইলা যা খুইলা যা যা যা
মনটা ছুটে যা ছুটে যা যা
মনটা যা…।
পোড় খাওয়া এই মনে
মেতেছি কত ঢঙে
শান্তির মাঝে তবু
আমি জ্বলন্ত নটরাজ
যৌবন জ্বলে যায় যাক
উড়ে যাক যাক চলে যাক
যাক উড়ে যাক যা যা…।
লাগ ভেলকি লাগ
অন্তর খুইলা পাপ যত আছে
সব দূর হইয়া যাক
পথে আয় পথে আয়
নেক দিলে চলে আয়
ভাইস্যা ভাইস্যা নাইচ্যা নাইচ্যা
উড়াল দিয়া আয়…।

কথাঃ সুমন। ব্যান্ডঃ ফিলিংস। এলবামঃ লেইস ফিতা লেইস

তাজমহল

আমি তো বলতে পারি
যদি হতাম সম্রাট শাহজাহান
মমতার স্মৃতি গড়তাম আমি
প্রেমেরই সমাধি তাজমহল
দুঃখ ভরা ক্লান্ত মানুষ
এতটুকু অশ্রু কোথাও নেই
ভেঙ্গে গেল কত যে সখিনার সংসার
আমি ত বলতে পারি
যদি হতাম পামির মালভূমি
আমারই বিশাল ছায়া তলে
আশ্রিত জনতা ঢল সংগ্রামী
সুখের পাখিরা উড়ে গেছে
এত টুকু শান্তি চিহ্ন নেই
খালি হল কত যে মায়ের সোনা কোল
আমি তো বলতে পারি যদি হতাম মহাকাশ বন্ধনী
আমারই বিশাল বন্ধনে
বিশ্বের যত যাবতীয় ধ্বংসসালী
আমি অতি সাধারণ
সংগ্রামী আমরণ
খেটে খাওয়া কোন জীবন
জানিনা বুঝিনা ছলনা

আমি তোর মনের মত

আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
সবটুকু দোষ দিলি আমার এই ঘারে
সবটুকু দোষ দিলি আমার এই ঘারে
এক চোখেতে দেখতিস আমায় দাড়িয়ে দুয়ারে
আরেক চোখে দেখতিস তুই অন্য কাহরে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
দিলি ফেলে দিলি ফেলে আমাকে আধারে
ঘুরে ফিরে কাঁদবিরে তুই প্রেমেরই বাজারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে



By James

Saturday, November 14, 2015

ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

শিরোনামঃ ডাক দিয়াছেন দয়াল আমারে
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ

তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ
দুঃখ দিতে চেয়েছিলে কৌশলে অভিনয়ে
মেতেছিলে আহা …
তুমি ভেবেছিলে পড়বো ভেঙ্গে
আমি এক কথাতেই চূর্ণ হয়ে যাবো
সেই থেকে হায় এখনো আমি একা …
এতদিন পরে ও প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি
হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায় একটু ও কি হারোনি তুমি …
এখনো রাত কাটে তোমারই প্রতীক্ষায়
এখনো স্বপ্ন মনে নতুনের বারতায়
একা আমি একা জীবন মরুভূমি …
আবেগে আপ্লুত এ নিশীত হৃদয়
কাঁদে নির্জনে তবুও থাকে কিছু সংশয়
একা আমি একা জীবন মরুভূমি …
  • শিল্পীঃ আর্ক
  • অ্যালবামঃ এখনো দুচোখে বন্যা
  • সুরকারঃ প্রিন্স মাহমুদ
  • গীতিকারঃ হাসান
  • বছরঃ ১৯৯৯
  • বিভাগঃ ব্যান্ড

Monday, November 9, 2015

Projapoti (প্রজাপতি)


Projapoti (প্রজাপতি)



লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে
এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে
নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো(২)
করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি




শিরোনামঃ প্রজাপতি
কন্ঠঃ কনা/হাবিব ওয়াহিদ
কথাঃ কবির বকুল
সুরঃ হাবিব ওয়াহিদ
সংগীতায়োজনঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি

শৈশব স্মৃতি childhood memirys

Sunday, November 8, 2015

শোনো গো দখিনো হাওয়া

শোনো গো দখিনো হাওয়া - শচীন দেববর্মন 

(Shono Go Dokhino Hala - Sachin Devburman)

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..

মনেতে লুকানো ছিল সুপ্ত যে কী পিয়াসা (তৃষ্ণা),
জাগিলো মধু লগনেতে, বাড়ালো কী আশা..
উতলা করেছে মোরে, আমারি ভালোবাসা..
অনুরাগে প্রেম সলিলে (সাগরে) ডুব দিয়েছি আমি..

শোনগো মধুর হাওয়া, প্রেম করেছি আমি..

দহনও বেলাতে আমি প্রেমেরও তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতেরও শশী..
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী..
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী..

শোনগো মধুর হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..

ধন ধান্য পুষ্প ভরা -- দ্বিজেন্দ্রলাল রায়

  ধন ধান্য পুষ্প ভরা
                 -- দ্বিজেন্দ্রলাল রায়

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

শিরোনামঃ ধন ধান্য পুষ্প ভরা
শিল্পীঃ সমবেত কন্ঠ
গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়

পৃথিবীটা নাকি ছোট হতে হতে

বাংলা লিরিক্স

 

পৃথিবীটা নাকি ছোট হতে হতে - মহীনের ঘোড়াগুলি (Prithibita Naki Choto Hote Hote - Mohiner Ghoraguli) 

 পৃথিবীটা নাকি ছোট হতে হতে,
স্যাটেলাইট আর কেবলের হাতে,
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী...

ঘরে বসে সারা দুনিয়ার সাথে,
যোগাযোগ আজ হাতের মুঠোতে,
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

সারি সারি মুখ আসে আর যায়,
নেশাতুর চোখ টিভি পর্দায়,
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি...

পাশাপাশি বসে একসাথে দেখা,
একসাথে নয় আসলে যে একা,
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

স্বপ্ন বেচার চোরাকারবার,
জায়গাতো তো নেই তোমার আমার,
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী...

তার চেয়ে এসো খোলা জানালায়,
পথ ভুল করে কোন রাস্তায়,
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..