Saturday, May 11, 2024

Jao Pakhi Bolo Lyrics (যাও পাখি বলো) | Antaheen | Shreya Ghoshal

Jao Pakhi Bolo Lyrics From Antaheen:
Jao Pakhi Bolo Lyrics is written and composed by Aninda Chatterjee & Chandril Bhattacharya. This song is from bengali film Antaheen which stars Radhika Apte & Rahul Bose. Jao Pakhi Bolo Song is sung by Shreya Ghoshal.


Song: Jao Pakhi Bolo
Lyrics: Aninda Chatterjee & Chandril Bhattacharya
Music Director: Shantanu Moitra
Singer: Shreya Ghoshal
Movie: Antaheen

Jao Pakhi Bolo Lyrics in Bengali:-
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।

আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।

যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।



ও.. যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে.. হুঁ হুঁ হুঁ..


যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ।


আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।

Karone Okarone Lyrics (কারণে অকারণে) MINAR RAHMAN

Karone Okarone Lyrics in Bengali:-

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
নিয়মে অনিয়মে দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
ভেতরে বাহিরে দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..


জলেতে বা আগুনে বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত মেঘেদের গান
জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান (x2)

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..

Sunday, March 17, 2024

ভালবাসা বানী

Quotes
ভালোবাসার বাণী

স্বপ্ন এমন একটি জিনিস,
যা প্রতিটি রাতে সবাই ঘুমের মাধ্যমে দেখতে পায়,
অনেকেই চায় কিছু স্বপ্ন বাস্তবতায় পূরণ করতে,
কিন্তু , হাজার চেষ্টা করেও সে মানুষ গুলো শুধু ব্যর্থতাই পায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কিছু মানুষ স্বপ্ন দেখিয়ে,
তা পূরণ করার আগেই হারিয়ে যায় ।
কিছু মানুষ কাছে আশার আগেই দূরে চলে যায়,
কিছু মানুষ আপন হওয়ার আগেই পর হয়ে যায়,
কিছু মানুষ ভালোবাসার আগেই অনেক দূরে চলে যায়,
আর কিছু মানুষের পুরোনো স্মৃতি চিরদিন মনে রয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

সবচেয়ে বেশী কষ্ট তখন ই হয়,
যখন চোঁখের সামনে নিজের প্রিয়জন কে অন্য একজনের হাঁত ধরতে দেখা যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

প্রত্যেকটি মানুষের জীবনে একবার প্রেম আসে,
সে প্রেম কারো জীবনে এসে সুখ দিয়ে ভরে যায় ।
আবার কারো জীবন থেকে সুখ গুলো কেড়ে নিয়ে দুঃখ দিয়ে ভরে যায়,
তখন মানুষের জীবনে শুধু কষ্ট ই রয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

মিস কাকে করে মানুষ ?
যাকে ভুলে যাওয়া হয়,
তাকে মিস করা হয় ।
তোমাকে কেনো পুরো দিন মিস করবো ?
তুমি তো আমার মনেই আছো সারাক্ষণ ভাবি,
তোমাকে ভুলতে কোনো দিন ও পারবো না,
তাই তোমাকে কখনোই মিস করা হবে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন কাজ নয়,
কঠিন হচ্ছেঃ কারো সাথে কাঁটানো সময়,
কিছু স্মৃতি কে ভুলে যাওয়া ।
সেই স্মৃতি গুলো মনে পরলেই চোঁখে জল চলে আসে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

সবচেয়ে বাজে অনূভুতি টা তখন ই হয়,
যখন ভালোবাসার মানুষটির আঁড়ালে দূরে থাকি,
খুব কাছে যেতে চাই,
তবুও যেতে পারি না ।
তার কাছে গিয়ে সাহস করে কথা বলার মতো শক্তি পাই না,
মনের ভয়ে তার কাছেই যেতে পারি না,
কিন্তু , সেই মানুষটি বুঝেও না বুঝার ভান করে কোনো সাড়া দেয় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যে যতো দ্রুত অতীত কে ভুলে যেতে পারে,
সে ততো দ্রুত সুখী হতে পারে ।

কিন্তু , আসল কথা হলোঃ অতীত কখনোই ভোলা যায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

একটি মানুষ অপর একটি মানুষকে তখন ই ঘৃণা করে,
যখন সে নতুন একটি সম্পর্ক তৈরি করে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

একটা বালক কে খারাপ করতে,
একটা বালিকার মুখের মিষ্টি ছলনার হাঁসি ই এর জন্য যথেষ্ট ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে হারানো খুব সহজ,
কিন্তু , কাউকে আপন করে কাছে পাওয়া খুব কঠিন ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

সবচেয়ে বেশী কষ্ট তখন ই হয়,
যখন চোঁখের সামনে নিজের প্রিয়জন কে অন্য একজনের হাঁত ধরতে দেখা যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয়,
তারাই সবচেয়ে বেশী কষ্ট পায় ।
আর তাদের এই কষ্ট কখনো কেউ বুঝে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

মানুষ প্রকৃত সুখ ততো দিন বুঝে না,
যতো দিন না সে মন থেকে গভীর ভালোবেসে,
অনেক বেশী কষ্ট পায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে দূর থেকে ভালোবাসাই পবিত্র ভালোবাসা ।
কেনো না,
দূরে থাকলেই টান থাকে,
আর কাছে এলে টান থাকে না ।
ভালোবাসার বিপরীত রূপ ধারণ করে,
তখন সে মানুষ টা থেকে কষ্ট, যন্ত্রনা, অবহেলা, অপমান, আর আঁঘাত ছাড়া কিছুই পাওয়া যায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর দৃশ্য হলোঃ ভালোবাসার মানুষটিকে হাঁসতে দেখা ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসার মানুষটির কাছে থাকলে,
দূরে যেতে চাইলেও যাওয়া যায় না ।
আবার, কোনো কারনে – অকারনে দূরে সরে আসলে,
তখন কাছে যেতে চাইলেও,
কাছে যাওয়া যায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসা মানে এটা নয় যে,
ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট, অবহেলা, অপমান, আঁঘাত পেয়ে তাকে ভুল বোঝা বা ভুলে যাওয়া ।
ভালোবাসা মানে এটাই যে,
ভালোবাসার মানুষের কাছ থেকে হাজারো কষ্ট পাওয়ার পর নিঃস্বার্থ ভাবে তাকেই ভালোবেসে যাওয়া ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যানি কোনো সহযোগিতার প্রয়োজন নেই ।
আমি শুধু তোমার পাশে থাকতে চাই ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

সত্য প্রেম সেটাই,
সারা দিন যেমন – তেমন,
কিন্তু , গভীর রাত কেঁটে যাওয়া কারো স্মৃতির টানে,
নিজের অজান্তে না চাইতেও চোঁখ দিয়ে জল গড়িয়ে পড়া ।

_____ মিজানুর রহমান হৃদয়

ভোর ০৫:০০ এ,এম
২৫/১২/২০১৫
জরপুল লেন, ঢাকা

.

ভালোবাসার মানুষটিকে সবচেয়ে সুন্দর দেখায়ঃ কেঁদে ফেলার আগ মুহূর্তে,
ও ঘুমিয়ে যাওয়ার পর মুহূর্তে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসার মানুষটি ইস্পেশিয়াল একজন মানুষ ।
তার থেকে হাজার সুন্দরী হলেও তাদের দিকে চোঁখ যায় না,
শুধু ভালোবাসার মানুষটিকেই দেখতে ইচ্ছে করে,
তাকেই ভালোবাসতে ইচ্ছে করে ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

ছেলেদের আকর্ষণ করার জন্য প্রথম অস্র হলোঃ মেয়েদের মুখের হাঁসি ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

সব কিছু বদলে গেছে সময় ও স্রোতের টানে,
বদলায় নি কিছু জায়গা,
বদলায় নি কিছু মুহূর্ত,
বদলায় নি কিছু চেনা মুখ,
আর বদলাই নি আমি ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

তোমার চোঁখের পানি মুছে দেওয়ার জন্য একদিন হয়তো আমি আর থাকবো না,
তবে তোমার ঠোঁটের কোণে এক চিলতে হাঁসি ফোঁটানোর জন্য আমার স্মৃতি গুলো সব সময় তোমার পাশে থাকবে ।
.
_____ মিজানুর রহমান হৃদয়



 

বিরহের বাণী

মানুষ চোঁখের জলের মূল্য ততো দিন বুঝে না,
যতো দিন না সেটা তার নিজ চোঁখ দিয়ে বের হয় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

আমি আমার চোঁখ কে ভালোবাসি,
মন কে না ।

কারন, চোঁখ সারাক্ষণ আমার জন্য কাঁদে,
কিন্তু , মন বড় ই স্বার্থপর,
সে সারাক্ষণ অন্যের জন্য কাঁদে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়,
কিন্তু , কষ্ট টা তখন ই বুঝা যায়,
যখন এতোটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষ টা,
এক নিমিষে অচেনা হয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

মাঝে মাঝে খুব মনে পড়ে তোমায়,
মাঝে মাঝে তোমাকে ভেবে চোঁখের জল পরে ।

তোমার দেয়া দূর থেকে সেই হাঁত উঠিয়ে সাড়া আজ বেশী মনে পড়ছে,
আমি কেনো ভয়ে সেদিন গুলো তে তোমার কাছে যেতে পারলাম না ?

শেষ পর্যন্ত একটু সুখের আশায় শুধু কষ্ট, অবহেলা, অপমান, আঁঘাত ছাড়া আর কিছুই পেলাম না তোমার কাছ থেকে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

এ কেমন কষ্ট ?
না কাউকে দেখানো যায়,
না কাউকে বলা যায়,
না সয়ে থাকা যায়,
না ভুলে থাকা যায়,
না ফেলে দেয়া যায় ।

শুধু প্রত্যেক টা সেকেন্ড বুকের ভিতর অনুভব করা যায়,
এর নাম ই কি ভালোবাসার কষ্ট ?

_____ মিজানুর রহমান হৃদয়

.

এখন ভালোবাসার কোনো দাম নেই,
এখন মানুষের মন দেখে কেউই ভালোবাসে না,
যার টাকা আছে,
তার কাছে সব কিছুই আছে ।
তবে মনের মতো মানুষ পেলেও,
যদি টাকা না থাকে এক সময় সেও হারিয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যখন কেউ কারো খুব কাছে থাকে,
তখন বিপরীত মানুষ তার মূল্য বুঝে না ।

আর যখন সে মানুষটি হারিয়ে যায়,
ঠিক তখন ই বিপরীত মানুষ তার মূল্য বুঝতে পারে যে,
সেই মানুষটি তার হৃদয়ের কতোটা অংশ জুড়ে ছিলো ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

আমি এখন তোমার থেকে দূরে আছি,
খুব কষ্ট হচ্ছে,
তবুও আমি ইচ্ছে করে দেখা করছি না ।
কিছু দিন বুঝো আমি তোমার কতোটা কাছে থাকতাম,
তোমার সাথে ছায়ার মতো লেগে থাকতাম ।
যখন তুমি পুরো – পুরি বুঝে যাবে,
ঠিক তখন ই তোমার সামনে গিয়ে দাঁড়াবো ।
তোমার হৃদয়ের কতোটা অংশ জুড়ে ছিলাম তা বোঝাবো ।
তারপর দেখবো শুধু তুমি কি করো ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

সারা জীবন কারো কাছে থাকা সত্তেও কারো আপন হওয়া যায় না,
আবার অল্প কিছু দিনের ভিতর কাউকে আপন করে ফেলা যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

দূরে থাকতে চাও ?
থাকো তবে নীরব থেকো না ।

মনে রাগ লুকানো থাকলে,
যা খুশি বলো তবুও চুপ থেকো না ।

ইচ্ছে হলে মুখ ফিরিয়ে থাকো,
তবুও কাছে যেতে বারণ করো না ।

ভালোবাসতে না পারো,
বন্ধু হিসেবে থাকো তবুও কখনো ঘৃণা করো না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

আর কতোটা ভালোবাসলে,
কষ্ট দিবে না আমায় ?

আর কতোটা সুখ দিলে,
দুঃখ দিবে না আমায় ?

আর কতোটা ব্যাথা পেলে,
যন্ত্রণা দিবে না আমায় ?

আর কতোটা আপন করলে,
পর ভাব্বে না আমায় ?

আর কতোটা কাছে গেলে,
হারাতে হবে না তোমায় ?

_____ মিজানুর রহমান হৃদয়

.

মন টা ভেঙ্গে চুরমার হয়ে যায় ঠিক তখন ই,
যখন নিজের প্রিয়জন কে অন্যের হাঁত ধরে হাঁটতে দেখা যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভেবে ছিলে হারিয়ে গেছি ?
কিন্তু না হারাই নি ।
তোমার ভালোবাসার কিছু মিষ্টি স্মৃতির অমরত্ব নিয়ে,
এখনো বেঁচে আছি তোমার মাঝে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

মানুষের মুখের কিছু কিছু কথা শুনলে ক্ষত – বিক্ষত আঁঘাতের থেকেও বেশী আঁঘাত পাওয়া যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসার মানুষটির কথা রাখতে গিয়ে কিছু মানুষ অনেক দূরে চলে যায় ।
অনেক ব্যস্ত থাকতে চায়,
দেখাতে চায় ভুলে গেছে সে ।
তবে সারাটাক্ষণ তাকেই ভাবতে থাকে,
আর একটু একটু করে প্রতিদিন ই নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

কেউ কাউকে ছেড়ে চলে গেলে,
অবহেলা করলে,
অবহেলিত মানুষটি শেষ হয়ে যায় ।
কোনো কাজে মন বসে না,
কাজ গুলো এলো – মেলো হয়ে যায় ।
আর দিনের পর দিন তার অবনতি হতে থাকে,
আর ছেড়ে যাওয়া মানুষটির উন্নতি হতে থাকে ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

মন টা ভেঙ্গে চুরমার হয়ে যায় তখন ই,
যখন মন খারাপের সময় হাজার চেষ্টা করেও কাছের মানুষের একটু খোজ পাওয়া যায় না ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

এক সময় সব কিছুই হারিয়ে যায় যেমনঃ
১। কারো প্রিয় বন্ধু ।
২। কারো ভালোবাসা ।
৩। কারো পরিবার ।
৪। কেউ কেউ বন্চিত হয়ে যায় ।
.
যখন কাছে থাকে তখন মূল্য বোঝা যায় না,
হারিয়ে যাওয়ার পর ই বোঝা যায় ।
.
তখন শুধু আফসোস আর কাঁন্না করা ছাড়া কোনো উপায় থাকে না ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

কারো জন্য মনের ভিতর একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে,
সেখানে কষ্ট নামের ক্ষত দাগ একবার পড়ে গেলে,
সেই দাগ মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

যখন মন থেকে কেউ কাঁন্না করতে চায়,
বুক টা ফেঁটে যায়,
কিন্তু , দু চোঁখ দিয়ে জল বেড়িয়ে আসে না,
বুক টা শুধু কেঁপে কেঁপে উঠে,
আর কষ্টের নিশ্বাস মুখ দিয়ে বের হয়,
সেই কষ্ট খুব যন্ত্রণার ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

কষ্ট বুকের বা পাশ টায় চেপে রাখলেই ভালো,
কারো সাথে শেয়ার করলেই,
হাঁসির কারন হয়ে দাড়ায় ।
.
_____ মিজানুর রহমান হৃদয়

.

কারো কারো কষ্ট নীরবতায় প্রকাশ পায়,
কারো কারো কষ্ট দু চোঁখ বেয়ে অশ্রু হয়ে ঝড়ে পড়ে,
কষ্ট কে যারা প্রকাশ করতে পারে না,
তারাই জীবনে সবচেয়ে বেশী কষ্টে থাকে ।
.
_____ মিজানুর রহমান হৃদয়



 

 

উপদেশমূলক বাণী

কাউকে বেশী ভালোবাসতে যাবেন না,
কেনো না যাকে আপনি সবচেয়ে বেশী ভালোবাসবেন,
সেই মানুষটিই আপনার কষ্টের কারন হয়ে দাঁড়াবে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

একতরফা ভালোবাসা কখনোই টিকে থাকে না,
একটা লাঠি আপনি আঁঘাত করতে করতে এক সময় ভেঙ্গে ফেলতে পারবেন,
কিন্তু , দুটি লাঠি একসাথে ভাঙ্গতে পারবেন না,
ভালোবাসার সম্পর্ক টাও ঠিক এরকম,
যখন দুজন একসাথে একমত হয়ে থাকে,
তখন তাদেরকে কেউ কখনো আলাদা করতে পারে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলোঃ পুরোনো স্মৃতি গুলো কে ভুলে থাকা ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যাকে সহজে পাওয়া যায়,
তাকে সহজেই হারাতে হয় ।

আর যাকে খুব কষ্ট করে অনেক টা সময় নিয়ে ধীরে ধীরে পাওয়া যায়,
সেই মানুষটি ই অনেক দিন টিকে থাকে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলোঃ ভালোবাসার মানুষটির সামনে দারিয়ে নিজের মনের কথা প্রকাশ করা ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যদি কেউ বুঝতে পারে আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন,
হয়তো প্রথম প্রথম সে ঠিক ই আপনাকে ভালোবাসবে ।
তবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতির সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে ।
তখন আপনি তার কাছ থেকে দুঃখ – কষ্ট, আঁঘাত, অপমান, অবহেলা, প্রতারণা ছাড়া আর কিছুই পাবেন না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

এমন কারো জন্য নিজের স্বপ্ন সাজাবেন না,
যে ব্যক্তি আপনার সাজানো স্বপ্নটি পুরণ করতে পারবে না ।
প্রিয়জনের উপর পুরো পুরি বিশ্বাস না আশা পর্যন্ত তাকে নিয়ে কোনো স্বপ্ন সাজানোই উচিৎ‍ নয় ।
সবাই আপনার সাজানো স্বপ্নের মূল্য বুঝতে পারবে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কখনোই প্রিয় মানুষের কাছে নিজের দূর্বলতা প্রকাশ করবেন না,
যদি আপনি প্রকাশ করেন,
তখন সে আপনার দূর্বল যায়গায় ই আঁঘাত করবে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

হাঁসতে পারা অনেক সহজ,
যে কোনো বিষয়ে হাঁসা যায় ।
তবে ভিতরে কান্না লুকিয়ে উপরে হাঁসি মুখে থাকা টাই অনেক কঠিন ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কখনোই কাউকে বেশী আপন ভাবা টা ঠিক নয়,
কেনো না কিছু সময় পরে সেই ব্যক্তিটি পর হয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

খুব সহজেই কাউকে বিশ্বাস করবেন না,
ভালো ভাবে সম্পর্ক তৈরি করুন,
ধীরে ধীরে বুঝে শুনে অনেকটা সময় নিয়ে তারপর বিশ্বাস করুন ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

অন্য কারোর ভালোবাসার জন্যে নিজের জীবন নষ্ট করা ঠিক নয়,
বরং আপনি নিজে প্রতিষ্ঠিত হন,
নিজেকে গড়ে তুলুন,
দেখবেন আপনার কাছে অনেকেই চলে আসবে,
তখন আপনি বাছাই করতে পারবেন না কাকে বাছাই করে আপনার জীবনে জড়াবেন ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

অল্পতেই মানুষকে বিশ্বাস করবেন না,
অল্পতেই মানুষকে আপন করে নিবেন না,
তাহলে যাদের কে বিশ্বাস করলেন,
যাদের কে আপন ভাবলেন,
তারাই আপনাকে অল্পতেই ভুলে যাবে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

হাজার বন্ধু বানানো কঠিন বিষয় নয়,
বরং কঠিন বিষয় হলোঃ এমন একজন বন্ধু বানানো,
হাজার বন্ধু বিরুদ্ধে গেলেও সে পাশে দাঁড়াবে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যে তোমাকে বুঝে না,
তার জন্য তোমার চোঁখের মূল্যবাণ জল টি ফেলো না ।
বরং তার একটু হাঁসো,
যে তোমার মুখের এক চিলতে হাঁসি দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে বেশী বিশ্বাস করতে যাবেন না,
কেনো না আপনি যদি তাকে বেশী বিশ্বাস করেন,
তাহলে আপনি তার কাছে বিশ্বাসহীন হয়ে যাবেন ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

হারানো মানুষটি কে ভুলে থাকার সহজ একটি উপায় হলোঃ নিজেকে কাজের মাধ্যমে ব্যস্ত রাখা ।
তবে আসলেই কি নিজেকে ব্যস্ত রাখলে প্রিয় মানুষটি কে ভুলে থাকা যায় ?
আমি তো পারি না,
কাজে বেশী ব্যস্ত থাকলে,
আরো বেশী মনে পড়ে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কারো হৃদয়ের মাঝে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও,
যখন তুমি তার কাছে থাকবে,
তখন সে তোমার মূল্য না বুঝলেও চলবে ।
কিন্তু , তুমি ক্ষণিকের জন্য ও যদি হারিয়ে যাও,
তবে সে তোমার মূল্য বুঝে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না,
যাকে আপনি বন্ধু ভেবে আপনার মনের সব কথা খুলে বলবেন,
আপনার সেই বন্ধু টিই আপনাকে খারাপ ভেবে বসে থাকবে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

প্রিয় মানুষটি দূরে চলে গেলে প্রথম প্রথম একটু খারাপ লাগে,
তবে কিছু দিন পর আস্তে আস্তে সব ঠিক হতে থাকে,
প্রিয় মানুষকে ছাড়া থাকতে শিখে যায়,
আরো কিছু দিন পর আরো ভালো লাগে,
মনে হয় কারো ভালোবাসায় অনেক কিছু আসে যায়,
কিন্তু , কারো অবহেলায় কোনো কিছুই আসে যায় না ।

তবে তার সাথে কাটানো কিছু মুহুর্ত, কিছু ভালো / খারাপ লাগা সময় এগুলো মনে পরলে মাঝে মাঝে সেই পুরোনো ফেলা আসা স্মৃতি গুলো মানুষকে কাঁদায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

আমাদের জীবন টা পেন্সিল ও কলমের মতো ।
ছোট বেলায় আমরা পেন্সিল দিয়ে লিখতাম,
তাই ভুল হলে রাবার দিয়ে মুছে ফেলতাম ।

আর এখন কলম দিয়ে লিখি,
কলমের ভুল গুলো কখনোই মুছা যায় না ।

ঠিক তেমনি ছোট বেলার ভুল গুলো মুছে ফেলা যেতো,
আর এখনকার ভুল কোনো ভাবেই মুছে ফেলা যায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

স্বপ্ন তাদের ই নিয়ে দেখা উচিৎ,
যারা শুধু স্বপ্ন দেখায় না,
বাস্তবে পূরণ ও করে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

বিশ্বাস ছাড়া যেমন ভালোবাসা চলে না,
ঠিক তেমন ই টাকা ছাড়া জীবন চলে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

গোপন কথা কারো সাথে শেয়ার করার মানে,
নিজের বিপদ নিজে বাড়ানো ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে ভালোবাসলে,
সত্যিকার অর্থে ভালোবাসুন ।
কারো মন নিয়ে খেলা করবেন না,
কেনো না একটা মন ভাঙ্গা,
একটা মসজিদ ভাঙ্গার সমান ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

উপরের সৌন্দর্য দেখে ভালোবাসায় মগ্ন হইয়ো না ।
উপরের সৌন্দর্য কেবল-ই ক্ষণস্থায়ী ।
সৌন্দর্য শেষ হওয়ার সাথে সাথে ভালোবাসাও শেষ হয়ে যাবে ।
মনের সৌন্দর্যের প্রেমে পড়ো ।
ওটাই হবে চিরস্থায়ী ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

মানুষ তার মূল্য সেদিন বুঝতে পারে,
যেদিন দেখতে পারে তার হারিয়ে যাওয়া মানুষটি নিজের জীবন গড়ে তুলেছে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

যদি আপনার জন্য কারো চোঁখে জল চলে আসে,
তাহলে ভেবে নিবেন সে আপনাকে খুব ভালোবাসে,
আর তার থেকে বেশী কেউ আপনাকে ভালোবাসতে পারবে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কারো কাছ থেকে দূরে থাকা টাই ভালো ।
দূরে থাকলেই একটা মায়া থাকে,
একটা টান থাকে ।
তবে কাছে থাকলে কেউ কারো মূল্য ই বুঝতে বা দিতে পারে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

বন্ধু সে,
যে বন্ধু সব সময় তোমার সাথে কথা বলবে,
তোমার সুখ / দুঃখের ভাগীদার হবে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কারো কাছে থেকে ভালোবাসা যাওয়া,
তাকে দেখানো ভালোবাসা ।
এ ভালোবাসা হুট করে একদিন হারিয়েও যেতে পারে ।
আর দূর থেকে গোপনে ভালোবেসে যাওয়া ই হলোঃ প্রকৃত ভালোবাসা ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

অতীত কে মানুষ তখন ই ভুলতে পারে,
যখন বর্তমানে তার জীবনে এমন একজন থাকা,
যে কিনা তার অতীত কে কখনো মনে পড়তেই দেয় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসায় সমস্যা থাকবেই ।
কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক – প্রেমিকা থেকে কেউ একজন সম্পর্ক মেনে নিতে চায় না ।
আবার কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক – প্রেমিকা ঠিক থাকলেও,
পরিবার থেকে সে সম্পর্ক মেনে নিতে চায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

স্বপ্ন সবাই দেখাতে পারে,
কিন্তু , সেই স্বপ্ন বাস্তবে সবাই পূরণ করতে পারে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

সত্য কোনো দিন লুকিয়ে থাকে না,
হাজার মিথ্যে বলে লুকিয়ে রাখতে চাইলেও,
একদিন সত্য টা প্রকাশ হয়েই যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

প্রকৃত ভালোবাসার দুজন মানুষ,
একে অপরকে যদি মন থেকে চায়,
তবে তাদের কেউ আলাদা করতে পারবে না ।
যদি পারিবারিক অথবা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে তাদের আলাদা হয়ে যেতে হয়,
তারা জীবন দিয়ে দিবে,
তবুও আলাদা হবে না ।
তাদের এক হওয়া থেকে কেউ আঁটকাতে পারবে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

দূরের মানুষটিকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে,
মনে হয় সে কাছে আসলে অনেক কিছু করতে পারবো,
ঐই আমার সব কিছু ।
.
কিন্তু , বিপরীত মানুষটি অনেক সময় পার করে সব কিছু বুঝে যদি তার কাছে আসে,
তখন এই মানুষটি তাকে দূরে ঠেলে দিতে চায়,
অথবা বিপরীত মানুষটি থাকা সত্তেও অন্য আরেকজন কে তার জীবনে জড়ায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

দুজন ভালোবাসার মানুষের সম্পর্ক যদি গভীর থাকে,
কোনো একজনের মাঝে সন্দেহ জিনিষ একবার এসে পড়লে,
একবার বিশ্বাস হারিয়ে গেলে,
সেই বিশ্বাস আর কখনো ফিরে আসে না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কিছু কিছু মানুষ জীবন থেকে হারিয়ে গেলে,
তাকে আর সহজে খুজে পাওয়া যায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়
.
লিখার সময়ঃ গভীর রাত ৩ টা ।
তারিখঃ ০২/০৬/২০১৬
লিখার স্থানঃ জরপুল, ঢাকা

.

কাছের মানুষ গুলো একে অপরের মূল্য ততো দিন বুঝে না,
যতো দিন না মানুষটি হারিয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ফোনে কথা বললে দূরত্ব মিটে যায়,
ভুল গুলো শুধরে যায়,
ভালোবাসা বেড়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কোনো মানুষ আমাদের কাছে থাকলে তাকে আমরা মূল্যায়ণ না করলে,
ধীরে ধীরে সে মানুষটি অনেক দূরে হারিয়ে যায় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

অপেক্ষা শুধু তার জন্য করা যায়,
যে অপেক্ষার মূল্য বুঝে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

বিয়ের আগে প্রেম করলে,
সে সম্পর্ক বেশীর ভাগ ক্ষেত্রে অস্থায়ী হয় ।
আর বিয়ের পর প্রেম করলে সেই সম্পর্ক বেশীর ভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কিছু কিছু কথা কখনো ফেলে দেয়া যায় না ।
কিছু কিছু স্মৃতি কখনো মুছে ফেলা যায় না ।
কিছু কিছু আশা কখনো পূরণ করা যায় না ।
আর কিছু কিছু মানুষের মুখ কখনো ভুলে থাকা যায় না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কেউ যদি পাশে থেকে আপনাকে খুব ভালোবাসে,
তাহলে যতো দ্রুত সম্ভব তাকে এক্সেপ্ট করে নিন ।
সত্যি ভালোবাসা কি না তা দেখতে দেখতে,
সে একদিন অন্যের হাঁত ধরে ফেলবে ।
তখন শুধু আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না আপনার কাছে ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না,
যারা সত্য প্রেমিক – প্রেমিকা,
তাদের জন্য প্রতিটা দিন ই ভালোবাসা দিবস ।

_____ মিজামুর রহমান হৃদয়

রাত ১২:০০ এ,এম
১৪/০২/২০১৫
জরপুল লেন, ঢাকা

.

যদি কারো মুখের হাঁসির কারন হতে না পারো,
তবে কারো চোঁখের জলের কারন হইও না ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে ভালোবাসা সহজ,
কারো ভালোবাসা অর্জন করাও সহজ ।
কিন্তু , কারো প্রতি মন থেকে বিশ্বাস এনে,
কারো বিশ্বাস অর্জন করা খুব কঠিন ।

_____ মিজানুর রহমান হৃদয়

.

কাউকে কাঁদানো টা খুব সহজ,
ছোট্ট একটি কথা বলে কাঁদানো যায় ।
কিন্তু , হাজারো চেষ্টা করে কারো মুখে হাঁসি ফোটানো টা অনেক কঠিন কাজ,
এই কঠিন কাজ টা সবাই করতেও পারে না ।

_____ মিজানুর রহমান হৃদয়